English Version
আপডেট : ১১ অক্টোবর, ২০২১ ১১:১৩

শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ

অনলাইন ডেস্ক
শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ

মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ সোমবার (১১ অক্টোবর)। আগামী ১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসবের। এরই মধ্যে পূজার জন্য প্রতিমা ও মণ্ডপ প্রস্তুত।

মহালয়ার চার দিন পর পূজার মূল পর্ব শুরু হয়। সে অনুযায়ী আজ মহাষষ্ঠী পূজা হবে। এরপর ১২ অক্টোবর মহাসপ্তমী, ১৩ অক্টোবর মহাঅষ্টমী, ১৪ অক্টোবর মহানবমী ও ১৫ অক্টোবর মহাদশমীর দিনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় উৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারা দেশে ৩২ হাজার ১১২টি মণ্ডপে পূজা হবে। রাজধানীতে এবার ২৩৭টি মণ্ডপে পূজা হবে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এবার রাজধানীতে শতাধিক মণ্ডপ বেড়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে দুর্গাপূজায় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পূজামণ্ডপেও অনুসরণ করতে হবে বিধি-নিষেধ। পুরোহিত, ঠাকুরসহ উপস্থিত পূজারিদেরও অবশ্যই মাস্ক পরতে হবে। যেসব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে, সেসব মন্দিরের প্রবেশপথে সাবান-পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে প্রবেশপথে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করতে হবে।

রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাব ও বিডিআর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ এবং র‌্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবে।