English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১ ১৪:০৯

ভিসা সেবা সাময়িক স্থগিত করেছে থাই দূতাবাস

অনলাইন ডেস্ক
ভিসা সেবা সাময়িক স্থগিত করেছে থাই দূতাবাস

ঢাকাস্থ থাই দূতাবাস সাময়িকভাবে তাদের ভিসা পরিষেবা স্থগিত ঘোষণা করেছে। অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের জন্য মূলত আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ভিসা পরিষেবা বন্ধ থাকবে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার থাই দূতাবাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভ্যন্তরীণ পুনর্বিন্যাসের কারণে ভিসা পরিষেবা সাময়িকভাবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর বন্ধ থাকবে। ৩ অক্টোবর থেকে দূতাবাস পুনরায় ভিসা পরিষেবা চালু করবে। থাই দূতাবাস দুই দিনের জন্য ভিসা পরিষেবা বন্ধ করলেও ১ ও ২ অক্টোবর (শুক্র ও শনিবার) দূতাবাস বন্ধ থাকায় চার দিন পরেই পুনরায় শুরু হবে এ সেবাকার্যক্রম। উল্লেখ্য, করোনা সংক্রমণ কমার কারণে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ভিসা আবেদন পুনরায় নেওয়া শুরু করে থাই দূতাবাস।