English Version
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৫

অবশেষে খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার

অনলাইন ডেস্ক
অবশেষে খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার

অবশেষে খুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার। আজ রোববার (২৬ সেপ্টেম্বর)  একইসঙ্গে খুলেছে হলের গ্রন্থাগার ও বিভাগীয় সেমিনার কক্ষ। দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় খোলার পূর্বপ্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

তবে এখন শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরাই পরিচয়পত্র দেখিয়ে লাইব্রেরি ব্যবহার করতে পারছেন। এরপর ধাপে ধাপে অনুমতি পাবেন বাকিরা। স্বাস্থ্যবিধি মানাতে আগের চেয়ে কমানো হয়েছে আসন সংখ্যা। বৃত্ত এঁকে নির্দিষ্ট করা হয়েছে সামাজিক দূরত্বের মাপ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও সেমিনার কক্ষ। তবে বাইরের বই নিয়ে প্রবেশ করা যাবে না। গত ১৮ সেপ্টেম্বর ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অন্তত এক ডোজ টিকা নেয়ার প্রমাণপত্র প্রদর্শনের শর্তে শিক্ষার্থীরা গ্রন্থাগারে ঢুকতে পারছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. নাসিরুদ্দিন মুন্সি জানিয়েছেন, প্রবেশদ্বারে তাপমাত্রা পরিমাপক যন্ত্র ও হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। সীমিত পরিসরে চলাচল করবে বিশ্ববিদ্যালয়ের বাস। গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য চলবে এগুলো।

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। ফলে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর বিশ্ববিদ্যালয় অনলাইনে শ্রেণি কার্যক্রম শুরু করায় শিক্ষার্থীরা দীর্ঘ ১৮ মাস গ্রন্থাগার ব্যবহার করতে পারেননি। অবশেষে তা খোলায় তাদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।