English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক
পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এয়ার কন্ডিশন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (০৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে মন্ত্রণালয়ের আনক্লজ ভবনের ৬ তলার কন্সুলার শাখায় এসি থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় তাৎক্ষণিক কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।