English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৩:২২

বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল তুরস্ক

অনলাইন ডেস্ক
বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিল তুরস্ক

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের ওপর দেওয়া ভ্রমণের নিষেধাজ্ঞা ৪ সেপ্টেম্বর থেকে তুলে নিল তুরস্ক। বাংলাদেশিরা এখন থেকে সরাসরি কিংবা ট্রানজিট দিয়ে তুরস্কে প্রবেশ করতে পারবে। এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তুরস্কে অনুমতিপ্রাপ্ত টিকাগুলোর ২ ডোজ যদি কেউ দিয়ে থাকেন অথবা জনসন অ্যান্ড জনসনের ১ ডোজ টিকা দেওয়ার পরে ১৪ দিন পেরিয়ে যায় তাহলে তারা কোয়ারেন্টিন ছাড়াই তুরস্কে প্রবেশ করতে পারবেন। 

যদি কারও টিকা দেওয়া না থাকে তাহলে কয়েকটি শর্ত মোতাবেক তারা তুরস্ক প্রবেশ করতে পারবেন। শর্তগুলো হলো— তুরস্কে ভ্রমণ করতে হলে ৭২ ঘণ্টার ভেতরে করা করোনা নেগেটিভ সনদ নিতে হবে সাথে এবং করোনা ভ্যাকসিনের দুই ডোজই সম্পন্নের সনদ দেখাতে হবে তুরস্কে প্রবেশের পূর্বে। যদি এই ভ্যাকসিনের সনদ না থাকে তাহলে ১৪ দিন বাংলাদেশেই অবস্থান করতে হবে। পরে ১০ম দিনে করোনা টেস্ট করা হবে। যদি রিপোর্ট নেগেটিভ আসে তাহলে ১০ম দিনেই ভ্রমণ করতে পারবে। আর যদি টেস্ট না করায় তাহলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে এইসব বাধ্যবাধকতা নেই ১২ বছরের নিচের শিশুদের জন্য।