English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:০৬

আজই দেশে আসছে ফাইজারের ১০ লাখ টিকা

অনলাইন ডেস্ক
আজই দেশে আসছে ফাইজারের ১০ লাখ টিকা

যুক্তরাষ্ট্রের উপহার দেয়া ১০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে আজ বুধবার (১ সেপ্টেম্বর)। গেল সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এই টিকা দেশে আসার কথা ছিল। কিন্তু টিকা আসার এই সময়টি পরে পরিবর্তন করা হয়। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ সন্ধ্যায় টিকাগুলো দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। সোমবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

টিকাগুলো বিমানবন্দরে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এরও আগে ২৩ আগস্ট দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ৬০ লাখ টিকা পাওয়া যাবে। এরই অংশ হিসেবে বুধবার ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বাকি ৫০ লাখ টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে।

প্রসঙ্গত, গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন দেয়া হয়। ২১ জুন সকাল থেকে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়। এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা পায় বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়।