English Version
আপডেট : ২৮ আগস্ট, ২০২১ ১১:৩৭

সেই বিমানের ১২৪ যাত্রী ফিরলেন ঢাকায়

অনলাইন ডেস্ক
সেই বিমানের ১২৪ যাত্রী ফিরলেন ঢাকায়

মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক হওয়ায় গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতে জরুরি অবতরণ করা হয়। সেই বিমানের ১২৪ জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে পাইলট আসেননি। তিনি নাগপুরে চিকিৎসাধীন আছেন।

এর আগে, ওমানের রাজধানী মাস্কাট থেকে দেশে ফেরার সময় পাইলট হার্ট অ্যাটাক করায় ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানের ফ্লাইট। এসময় ফ্লাইটটিতে ১২৪ জন যাত্রী ছিলেন। পরে ফ্লাইটটির যাত্রীদের এয়ারপোর্টের লাউঞ্জে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ভারতের রায়পুরের আকাশে থাকাকালে পাইলট অসুস্থ বোধ করেন। এসময় জরুরি অবতরণের জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিকটতম নাগপুর এয়ারপোর্টে অবতরণ করার পরামর্শ দেয়। সে অনুযায়ী ফ্লাইটটি নাগপুরে অবতরণ করে।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটির ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমকে হোপ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।