English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০২১ ১৩:৩১

ভারত থেকে এলো আরো ৪০ অ্যাম্বুলেন্স

অনলাইন ডেস্ক
ভারত থেকে এলো আরো ৪০ অ্যাম্বুলেন্স

করোনা সংক্রমণ রোধে ভারত সরকারের উপহারের আরো ৪০টি অ্যাম্বুলেন্স দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে অ্যাম্বুলেন্সগুলো বেনাপোলে পৌঁছায়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে আজ সকালে ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশে করেছে।

তিনি আরো বলেন, ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো সকাল সাড়ে ৯টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। অ্যাম্বুলেন্সগুলো বর্তমানে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণার অংশ হিসেবে আজ তৃতীয় বারের মতো ভারত থেকে আরো ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে দেশে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।