English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০২১ ১৯:১৬

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমলো

অনলাইন ডেস্ক
দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু-শনাক্ত আরও কমলো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৫ হাজার ৫১৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ২৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৫.১২ শতাংশ। মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৩ লাখ ১ হাজার ৬১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮ লাখ ৫১ হাজার ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৪ জন। এর আগের দিন করোনায় মারা যান ৮ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৪১১ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ৫১ হাজার ৫১০ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩২৮ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৫০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৩৯৯ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন।