English Version
আপডেট : ২১ আগস্ট, ২০২১ ১০:৫৮

জাপান থেকে আরও ৮ লাখ টিকা আসছে

অনলাইন ডেস্ক
জাপান থেকে আরও ৮ লাখ টিকা আসছে

জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার টিকা বাংলাদেশে আসছে। টিকাগুলো নিয়ে একটি ফ্লাইট আগামীকাল শনিবার (২১ আগস্ট) বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। শুক্রবার (২০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ৭ লাখ ৮১ হাজার লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকার টিকার চতুর্থ এ চালান ঢাকায় আসবে।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই সাত লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর দুই আগস্ট ছয় লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছায়।