English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:৫৫

স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

অনলাইন ডেস্ক
স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে ঢল নামবে লাখো মানুষের। 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত গোটা জাতি। জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণের অপেক্ষা।

বুধবার প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিট) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের শহীদ মিনারে ফুল দিয়ে মানুষ স্মরণ করবে ভাষা শহীদদের। 

ইতোমধ্যে শহীদ মিনারের প্রস্তুতির কাজও শেষ হয়েছে। রঙ আর আলপনায় সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের পুরো এলাকা। নিরাপত্তা জোরদার করতে কড়া পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

একুশের প্রথম প্রহরে প্রথম শ্রদ্ধা জানাবেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর পর শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এরপর বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন এবং সাধারণের জন্য খুলে দেয়া হবে শহীদ মিনার প্রঙ্গন।