English Version
আপডেট : ১৯ আগস্ট, ২০১৭ ১৫:০৭

ঈদে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

ঈদে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

 

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অভ্যন্তরীণ রুটে নির্দিষ্ট ফ্লাইট ছাড়াও অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ঈদে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই এয়ারলাইন্স ২৯ আগস্ট থেকে দেশের ভেতরে বিভিন্ন রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার এ সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঈদের আগে ঢাকা থেকে যশোরে ৪, সৈয়দপুরে ৭, বরিশালে ১ এবং রাজশাহীতে ১০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

ঈদোত্তর যশোর থেকে ২, সৈয়দপুর থেকে ২, বরিশাল থেকে ১ এবং রাজশাহী থেকে ২টি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এছাড়াও এই এয়ারলাইন্স ঈদ পরবর্তী ঢাকা থেকে কক্সবাজারে অভ্যন্তরীণ পর্যটকদের সুবিধার্থে ১৬৪ আসনের অতিরিক্ত একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬, যশোরে ৩, কক্সবাজারে ১, সৈয়দপুরে ২ ও সিলেটে ১ এবং সপ্তাহে ৩টি ফ্লাইট বরিশাল ও ৪টি ফ্লাইট রাজশাহীতে পরিচালনা করবে।

আসন্ন ঈদ উপলক্ষে ইউএস-বাংলা ভাড়ার ক্ষেত্রেও আকর্ষণীয় মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে। যাত্রীরা শুধুমাত্র ঈদ পূর্ববর্তী ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এ সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ আগস্ট থেকে কোরবানির ঈদ পর্যন্ত সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ রাজশাহী ও বরিশাল থেকে ঢাকা ভ্রমণের জন্য সর্বনিম্ন ১ হাজার ৫৯৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।  এছাড়া যশোর ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করার জন্য ১ হাজার ৯৯৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, কাঠমান্ডু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৯ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করার আহবান জানানো হয়েছে।  এছাড়া টিকেট রিজার্ভেশনের জন্য যাত্রীদের নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।