English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৭ ০৬:৪৪

বঙ্গবন্ধুর খুনিদের ছাড় নয়: তোফায়েল

বঙ্গবন্ধুর খুনিদের ছাড় নয়: তোফায়েল

 

বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে, দেশি ও বিদেশি চক্রান্তকারীদের বাংলার মাটিতেই বিচার হবে।

 

রোববার জতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

তোফায়েল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনের সাথে যে সকল বিদেশি চক্রান্ত জড়িত আছে তাদের কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

 

তিনি আরও বলেন, বতর্মানে দেশে যে চক্র আছে তাদের ধরে বিচারের আওতায় আনা হবে।