English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৭ ১১:৪৮

টানা বর্ষণে ফের ‘বন্যার আশঙ্কা’ যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
টানা বর্ষণে ফের ‘বন্যার আশঙ্কা’ যেসব এলাকায়

টানা বর্ষণে পানি বৃদ্ধির প্রবণতা ইঙ্গিত দিচ্ছে সামনের কয়েক দিন পানি বাড়বে। ফের বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে দেশের নদী তীরবর্তী অঞ্চল গুলোতে। দেশের বড় নদীর মধ্যে যমুনা, ব্রহ্মপুত্র, পদ্মা, সুরমা নদীর পানি বেড়েছে। এসব নদীর পানি এ সপ্তাহের পুরো সময় ধরেই বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্ক কেন্দ্রের প্রকৌশলীরা জানিয়েছেন, ‘অভ্যন্তরীণ বর্ষণ এবং সীমান্তের ওপারের ভারতের বিভিন্ন অঞ্চলের বর্ষণের পানি নামছে ধীরে ধীরে। সীমান্তের ওপারের পানি বাংলাদেশের উল্লেখিত নদীগুলো দিয়ে নেমে আসছে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে নদীর পানি বৃদ্ধির পাশাপাশি এসব নদীর তীরবর্তী এলাকায় বন্যারও আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে নদীর ৮০টি পয়েন্টে পানি বেড়েছে।’

অপরদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, ‘বাংলাদেশের আকাশে মওসুমি বায়ু বেশ সক্রিয় অবস্থায় রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে গত সপ্তাহজুড়েই মাঝারি ধরনের বর্ষণ হয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হয়েছে। চলতি সপ্তাহজুড়ে বাংলাদেশের আবহাওয়া এরকমই থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ থাকবে। তবে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।’