English Version
আপডেট : ১১ আগস্ট, ২০১৭ ১৫:২৯

শাহজালাল বিমানবন্দরে আগুন

অনলাইন ডেস্ক
শাহজালাল বিমানবন্দরে আগুন

হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় তলায় আগুন লেগেছে। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

এতে বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। 

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক জানান, শুক্রবার দুপুর ১টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত। খবর পেয়ে মোট ১০টি ইউনিট পাঠানো হয়েছে।

সবশেষ সোয়া ৩টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।