English Version
আপডেট : ১০ আগস্ট, ২০১৭ ১৪:৪০

‘এজেন্সির গাফিলতিতে হজ ফ্লাইট বাতিল হয়েছে’

অনলাইন ডেস্ক
‘এজেন্সির গাফিলতিতে হজ ফ্লাইট বাতিল হয়েছে’

হজ এজেন্সিগুলোর গাফিলতিতে একের পর এক ফ্লাইট বাতিল হয়েছে বলে অভিযোগ করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় এ অভিযোগ করেন তিনি। ধর্মমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো ত্রুটি নেই। হজ এজেন্সিগুলোর গাফিলতির কারণেই ফ্লাইট বাতিল হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘এখন থেকে আর কোনো হজ ফ্লাইট বাতিল হবে না। নিয়মিত হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। আমি একজন হজযাত্রী রেখে সৌদি আরব যাব না।’ ভিসা জটিলতায় যাত্রী সংকটে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মোট ২৫টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২১টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।