English Version
আপডেট : ২৯ জুলাই, ২০১৭ ১৭:০৪

জঙ্গি রাশেদ তথ্য দিলেই আর্টিজানের চার্জশিট

জঙ্গি রাশেদ তথ্য দিলেই আর্টিজানের চার্জশিট
ফাইল ছবি

 

 

 

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহত হামলাকারী পাঁচ জঙ্গির প্রশিক্ষকদের অন্যতম আসলাম হোসাইন ওরফে মোহন ওরফে রাশেদুল ইসলাম রাশেদ তথ্য দিলেই আর্টিজান হামলার চার্জশিট প্রস্তুত করা হবে।

 

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

 

মনিরুল ইসলাম জানালেন, রাশেদকে গ্রেপ্তারের পর তদন্ত কাজ প্রায় শেষের দিকে। সে যদি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অথবা নাও দেয় তার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চার্জশিট প্রস্তুত হবে।

 

রাশেদকে কাউন্টার টেরোরিজম ইউনিট ১০ দিনের রিমান্ডে চায় বলেও জানালেন মনিরুল।

 

তিনি আরও জানালেন, গুরুত্বপূর্ণ এ মামলায় রাশেদের সংশ্লিষ্টতা ও ভূমিকা জানতে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ জন্য আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। শনিবার বিকেল ৩টায় আদালতে তোলা হবে তাকে।

 

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে প্যারা কমান্ডো অভিযানের নিহত হয় ৫ জঙ্গি।

 

২৮ জুলাই শুক্রবার নাটোর থেকে গ্রেপ্তার হয়েছে আসলাম হোসাইন ওরফে মোহন ওরফে রাশেদুল ইসলাম রাশেদ।

 

গ্রেপ্তারের পর প্রাথমিক জিঞ্জাসাবাদে রাশেদ পুলিশকে জানিয়েছেন, তিনি গুলশানে সন্ত্রাসী হামলার মূল সমন্বয়ক তামিম চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি এ হামলায় অন্যতম পরিকল্পনাকারী। এ হামলায় তিনি অস্ত্র সরবরাহ করেছেন ও হামলায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দিয়েছেন।

 

রাশেদের জিঞ্জাসাবাদের বরাতে পুলিশ আরো জানিয়েছে, রাশেদ এ হামলার ঘটনাস্থল ‘রেকি’করা ও হামলার জন্য বসুন্ধরা এলাকায় বাসা ভাড়া করায়ও সহযোগীতা করেছেন। তিনি গুলশান হামলার পরবর্তীতে নব্য জেএমবির বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।