English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৭ ১৯:০৪

প্রক্সি দিতে গিয়ে ঢাবির ছাত্র আটক

প্রক্সি দিতে গিয়ে ঢাবির ছাত্র আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র। মোহিত রায় নামের ওই ছাত্র আইন বিভাগের দ্বিতীয় বর্ষের (সম্মান) শিক্ষার্থী। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আজ শুক্রবার  বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে লিখিত পরীক্ষা রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুর কলেজ ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে ঢাবির ওই ছাত্র পরীক্ষার্থীর প্রক্সি দিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েন।

ফয়জুল করিম জানান, এ পরীক্ষায় আট হাজার ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে  পাঁচ হাজার ৪০৫ জন উপস্থিত ছিলেন। লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে প্রকাশ করা হবে।