English Version
আপডেট : ২৮ জুলাই, ২০১৭ ১৭:০৯

ড. ইউনূসের সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ

ড. ইউনূসের সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ

ইউনূস সেন্টার আয়োজিত সাভারের জিরাবোতে ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধি নিয়ে ‘সোশ্যাল বিজনেস ডের’ দুই দিনব্যাপী সম্মেলন আয়োজনের জন্য পুলিশের অনুমতি পায়নি ইউনূস সেন্টার। 

বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, পুলিশকে অন্ধকারে রেখে স্বল্প সময়ের আবেদনে কাউকে কোনো আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া সম্ভব নয়।

জিরাবোর নবনির্মিত সামাজিক কনভেনশন সেন্টারে শুক্রবার এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন করার কথা গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের জন্য নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের।

ইউনূস সেন্টারের তথ্য অনুযায়ী, পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেওয়ার কথা। জাতিসংঘের সহকারী মহাসচিব এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সমন্বয়ক টমাস গাস এবারের অনুষ্ঠানের মূল বক্তা। এছাড়া ওয়ার্ল্ড অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জোয়েল বোজোরও সেখানে বক্তৃতা দেওয়ার কথা।

একেবারে শেষ মুহূর্তে এসে অনুমতি না পাওয়ায় ইউনূস সেন্টার তাদের পরিকল্পনায় কানো পরিবর্তন আনছে কি না তা জানা যায়নি।