English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৭ ০৬:২৬

ঢাকা থেকে কেন ক্রিকেটার তৈরি হয় না: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ঢাকা থেকে কেন ক্রিকেটার তৈরি হয় না: প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকা থেকে কোনো ক্রিকেটার তৈরি হয় না বলে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “ঢাকায় কোনো খেলার মাঠ নেই ছেলেদের জন্য। ছোট বেলা থেকে তারা মাঠের অভাবে খেলতে পারছে না। ফলে তারা বড় হয়ে বড়মাপের কোনো খেলোয়ার হতে পারছে না। বাংলাদেশ ক্রিকেট দলে এজন্য ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা কোনো ক্রিকেটার নেই।” মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।  ওই সূত্র বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য একটি প্রকল্প উপস্থাপন করা হয় মঙ্গলবারের একনেক সভায়। এসময় প্রধানমন্ত্রী বলেন, “ঢাকায় খেলার মাঠ কোনভাবেই বাড়ানো যাচ্ছে না। উন্মুক্ত খেলার মাঠ নেই। তাই এই উদ্যোগ নিতে হবে। তবে মাঠ করার সময় অবশ্যই শিশুদের জন্য খেলার ব্যবস্থাও রাখতে হবে। যাতে ছোটবেলা থেকেই খেলার মনোভাব তৈরি হয় বাচ্চাদের মধ্যে। বড় হয়ে যাতে প্রতিযোগিতায় আসতে পারে। জাতীয় দলে ক্রিকেট খেলতে পারে।” তিনি এসময় দুঃখ করে বলেন, “ঢাকা থেকে খেলে বড় হয়ে কোনো ছেলে ক্রিকেট দলে এখনও আসতে পারেনি। এমনটি কেন হবে।” এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে উন্মুক্ত স্থানের উন্নয়নে ২৭৯ কোটি ৫১ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২২৩ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা ব্যয় হবে। এর মাধ্যমে জনসাধারণের ব্যবহার উপযোগী করে ২২টি পার্ক, ৪টি খেলার মাঠ, ৭৩টি স্বাস্থ্যসম্মত পাবলিক টয়েলেট নির্মাণ ও পরিচালনা, ৪টি পরিবেশ ও স্বাস্থ্যসম্মত জবাইখানা নির্মাণ ও পরিচালনা, ১৫টি ফুটওভার ব্রিজের উন্নয়ন ও সৌদর্য্যবর্ধন এবং ৪টি কবরস্থানের উন্নয়ন করা হবে। -