English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৭ ১৭:২৯

প্রধানমন্ত্রীর ভারত সফর ৭ এপ্রিল

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর ভারত সফর ৭ এপ্রিল

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আসন্ন এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের উষ্ণ এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের আরও অগ্রগতি হবে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় হবে এবং দুই নেতার মধ্যে আস্থার সম্পর্ক গড়ে উঠবে।’ এর আগে, ২০১৫ সালের জুন মাসে নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন। সে সময়ই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে সফরের আমন্ত্রণ জানান। গত বছরের ডিসেম্বর মাসে সেই সফর অনুষ্ঠিত হবার কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। পরে এ বছরের ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর এসে এপ্রিলের প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১০ সালে রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়েছিলেন।