English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৭ ১০:৫২

ঝুম বৃষ্টি থাকবে আরও দু’দিন

অনলাইন ডেস্ক
ঝুম বৃষ্টি থাকবে আরও দু’দিন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি। সারাদেশে বজ্রসহ এই ঝুম বৃষ্টিপাতের ধারা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, এ সময় দিন ও রাতের তাপমাত্রাও কিছু কমবে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আর উত্তর-উত্তর-পশ্চিম দিকে গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। সেখানে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

অন্যদিকে ঝড়ো আবহাওয়া সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ০৩ (তিন) নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।