English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৭ ১৬:০৬

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআর এ) শীর্ষ সম্মেলনে শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে ইন্দোনেশিয়া থেকে দেশের পথে রওনা দিয়ে দুপুর তিনটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান দেশটির শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হারটারাটো। এর আগে, সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য মেরিটাইম সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে ‘লিডারস সামিটে’ অংশ নিতে সোমবার জাকার্তায় পৌঁছান শেখ হাসিনা।