English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৭ ১০:৫২

ইন্দোনেশিয়া থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়া থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ মার্চ বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে জাকার্তা বিমানবন্দর থেকে তিনি দেশের পথে রওনা হন। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান দেশটির শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হারতারতো। এর আগে, ৬ মার্চ সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট আইওআরএ-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘লিডারস সামিটে’ যোগ দিতে তিন দিনের সফরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যান।