English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৭ ১৪:০৯

বুধ-বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
বুধ-বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট প্রদান ও বিএনপির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলকে কারা চত্বর থেকে আটকের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বুধবার সারাদেশের জেলা ও মহানগরীতে এবং বৃহস্পতিবার থানা, পৌর ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে স্বেচ্ছাসেবক দল। এদিকে এক বিবৃতিতে নেতৃদ্বয় বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় চার্জশিট প্রদান ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেলকে আটকের নিন্দা ও প্রতিবাদে জানিয়েছেন। তারা বলেন, এই মামলাবাজ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য গোটা দেশকে এক কারাগারে পবিণত করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি সমগ্র জাতির নেতৃতৃ দিচ্ছেন, তাকে একের পর এক হাস্যকর মামলা দিয়ে হয়রানি করছে এই সরকার; কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তাদের অবৈধ ক্ষমতা হারানোর আশঙ্কা করছে। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে- হাবিব-উন-নবী সোহেল সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাই বেগম খালেদা জিয়া ও হাবিব-উন-নবী সোহেল আজ সরকারের আতঙ্কে পরিণত হয়েছে। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে চার্জশটি প্রত্যাহার ও হাবিব-উন-নবী সোহেলের নি:শর্ত মুক্তি দাবি করছি।