English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৭ ১৮:১০

৭ মার্চ আ'লীগ এর দেশব্যাপী কর্মসূচি

অনলাইন ডেস্ক
৭ মার্চ আ'লীগ এর দেশব্যাপী কর্মসূচি

৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে , ৭ মার্চ ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। সকাল ৮টায় প্রতিটি পাড়া-মহল্লায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচারের পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে সভা-সমাবেশ আয়োজন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে ৭ মার্চ আওয়ামী লীগের কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সব স্তরের নেতা-কর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ৭ মার্চে বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের।