English Version
আপডেট : ৪ মার্চ, ২০১৭ ১১:৪২

এনটিএমসি'র নতুন পরিচালক ব্রিগেডিয়ার জিয়া

অনলাইন ডেস্ক
এনটিএমসি'র নতুন পরিচালক ব্রিগেডিয়ার জিয়া

 

ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর পরিচালক করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। 

এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর পরিচালক ছিলেন জিয়া। দীর্ঘদিন এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এ দায়িত্ব পালন করেন জিয়াউল আহসান। ২০০৯ সালের ৫ মার্চ র‌্যাব-২-এর উপ-অধিনায়ক হিসেবে যোগ দেন তিনি। তখন তিনি মেজর পদমর্যাদায় ছিলেন। একই বছরের ২৭ আগস্ট লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে র‌্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক হন। কর্নেল পদে পদোন্নতি পেয়ে ২০১৩ সালের ৭ ডিসেম্বর তিনি র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়ে ২০১৬ সালের ২৮ এপ্রিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে যোগ দেন তিনি। 

জিয়াউল আহসান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ডাইভার। র‌্যাবে কর্মরত থাকাকালে তিনি দুবার বাংলাদেশ পুলিশ পদক ও দুবার প্রেসিডেন্ট পুলিশ পদক পান। র‌্যাবে দায়িত্ব পালনকালে জেএমবি, হুজি, আনসারুল্লাহসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা, সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা, মাদকসম্রাট আমিন হুদাসহ অনেক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।