English Version
আপডেট : ১ মার্চ, ২০১৭ ১১:১১

পরিবহন শ্রমিকদের অবরোধ: বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
পরিবহন শ্রমিকদের অবরোধ: বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

ঢাকা:পরিবহণ শ্রমিকদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে ঢাকা আরিচা মহাসড়কে কহিনরু গেইটে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে করে বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। যানবাহন না থাকায় পরীক্ষা দিতে যাওয়া নিয়ে সংশয়ে ভুগছে শিক্ষার্থী ও তাদের অভিভাভকেরা।

উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ায় গত রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহণ ধর্মঘট ডাকা হয়। এরপর সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে গতকাল সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে পরিবহন শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন।