English Version
আপডেট : ১ মার্চ, ২০১৭ ১১:০০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জ্বলছে টায়ার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জ্বলছে টায়ার

ঢাকা:ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে কাঁচপুর সেতু পর্যন্ত কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে গণপরিবহনের শ্রমিকরা। বুধবার সকাল থেকেই কাঁচপুর ও শিমরাইল মোড়সহ বিভিন্ন পয়েন্টে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় গণপরিবহনের শ্রমিকরা।

এসময় শিমরাইল মোড় থেকে কাঁচপুর সেতু পর্যন্ত কয়েকটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রেখে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা। শুধু মাত্র রোগী পরিবহনের এ্যাম্বুলেন্স ছাড়া কোন পরিবহনই চলতে দেওয়া হচ্ছে না। এমনকি রিক্সা ভ্যানের চাকার হাওয়া (বাসাত) ছেড়ে দেওয়া হচ্ছে।

জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী জানান, কেন্দ্রীয় নির্দেশে শান্তিপূর্ণভাবে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করে যাচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের শিমরাইল ট্রাফিক বক্সে দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোল্ল্যা তাসলিম হোসেন জানান, সকাল থেকে পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে কোনো যান চলাচল করতে পারছে না। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।