English Version
আপডেট : ১ মার্চ, ২০১৭ ১০:১২

বিএনপি নিরপেক্ষতা নিয়ে যে কথা তুলেছে তার জবাব কাজের মধ্যদিয়ে দিব: সিইসি

অনলাইন ডেস্ক
বিএনপি নিরপেক্ষতা নিয়ে যে কথা তুলেছে তার জবাব কাজের মধ্যদিয়ে দিব: সিইসি

বিএনপি নিরপেক্ষতা নিয়ে যে কথা তুলেছে তার জবাব আমরা কাজের মধ্যদিয়ে দিব’এমন মন্তব্য করেছেন  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, বিগত দিনে যাই হোক না কেন সামনের নির্বাচন সুষ্ঠুভাবে করতে সর্বাত্মক কাজ করা হবে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে তিনি আরও বলেন, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন নির্বিঘ্ন করতে কোনো ধরনের অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না।

 

ইভিএম চালুর ব্যাপারে সিইসি বলেন, পরীক্ষা নিরীক্ষা করে ইভিএম প্রক্রিয়া চালু করা হবে। তবে সেটা সময়ের ব্যাপার।

 

প্রশাসন ও নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেচুর রহমান, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, র‌্যাব-৮’র অধিনায়ক লে. কর্নেল আনোয়ার উজ জামান, নগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমিনসহ আরও অনেকে।