English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:০৮

৪ দিনেই কোটার অতিরিক্ত ৫৭ হাজার আবেদন

অনলাইন ডেস্ক
৪ দিনেই কোটার অতিরিক্ত ৫৭ হাজার আবেদন

হজ পালনে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরুর চার কার্যদিবসেই নির্ধারিত কোটার চেয়ে ৫৭ হাজারের বেশি বাংলাদেশি এ প্রক্রিয়া সম্পন্ন করেন। কোটা পূরণ হয়ে যাওয়ায় তারা চলতি বছর হজ পালন করতে পারছেন না। হজ পালনের জন্য তাদের ২০১৮ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নিযুক্ত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ধর্ম মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস জানান, চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ ফেব্রুয়ারি। চলতি বছর বেসরকারি হজ ব্যবস্থাপনা কার্যক্রমের সঙ্গে জড়িত হজ এজেন্সির ইউজার সংখ্যা হচ্ছে ১ হাজার ৯৭টি। ২৫ ব্যাংকের ৪৮৭ শাখায় ১ হাজার ২১৪টি ইউজার তৈরির মাধ্যমে প্রাক-নিবন্ধন কার্যক্রম চলছে। হজের প্রাক-নিবন্ধন কার্যক্রমে যেন কোনো ধরনের জটিলতা তৈরি না হয় সেজন্য এখন থেকে সারা বছরই হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হজ এজেন্সিগুলো সারা বছরই প্রাক-নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখবে। প্রতি প্রাক-নিবন্ধনকারীর সিরিয়াল নম্বর উল্লেখসহ একটি সনদ দেওয়া হবে। প্রাক-নিবন্ধনকারীর সংখ্যা বেশি হলে যাদের সিরিয়াল আগে থাকবে তারা আগে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। অন্যরা সিরিয়াল মোতাবেক পরবর্তী বছর যাবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে হজ পালনে আগ্রহী বাংলাদেশিদের প্রাক-নিবন্ধন কার্যক্রম গত ১৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় শুরু হয়। হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম ২১ ফেব্রুয়ারি ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলে। এ কার্যক্রম শুরুর পর থেকে ২৩ ফেব্রুয়ারি বিকাল পর্যন্ত প্রাক-নিবন্ধন করেছেন ১ লাখ ৩৭ হাজার ২০৮ জন।

তারা আরও জানান, ২০১৬ সালে প্রাক-নিবন্ধনকারী ৩৭ হাজার ৪৯৪ হজযাত্রীকে ২০১৭ সালের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এই সংখ্যা ২০১৭ সালে হজ পালনে ইচ্ছুক প্রাক-নিবন্ধনকারী হজযাত্রীর সঙ্গে যুক্ত করলে মোট হজযাত্রীর সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৭৪ হাজার ৭০২ জনে, যা নির্ধারিত কোটা থেকে ৫৭ হাজার ৫০৪ জন বেশি।

এ প্রসঙ্গে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তিমতে ২০১৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের প্রাপ্ত কোটা (এজেন্সি প্রতিনিধি ও গাইডসহ) হচ্ছে ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন; কিন্তু ১৯ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত হজের প্রাক-নিবন্ধন করেছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি বাংলাদেশি। নির্ধারিত কোটা থেকে প্রায় ৫৭ হাজারের বেশি বাংলাদেশি প্রাক-নিবন্ধন করায় তারা ২০১৭ সালে হজ পালনের সুযোগ পাবেন না। কোটা থেকে বেশি প্রাক-নিবন্ধন হওয়া কোনো হজযাত্রী ইচ্ছা করলে টাকা ফেরত নিতে পারবেন। অন্যথায় তারা ২০১৮ সালে হজ পালনের সুযোগ পাবেন।