English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৪৪

লন্ডন যেতে পারলেন না শফিক রেহমান

অনলাইন ডেস্ক
লন্ডন যেতে পারলেন না শফিক রেহমান

ক্যান্সারে আক্রান্ত স্ত্রী তালেয়া রহমানকে দেখতে যাওয়ার উদ্দেশে সাংবাদিক শফিক রেহমানের লন্ডন যাত্রা আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।resize73969

শফিক রেহমানের সহকর্মী তারিকুল ইসলাম চয়ন ও বিমানবন্দর পুলিশের একটি সূত্র আমাদের সময় ডটকমকে জানায়- বৃহস্পতিবার সকাল ৭টায় তার্কিশ এয়ারলাইন্সে ফ্লাইট ছিল শফিক রেহমানের। তার মালামাল উঠানোও হয়েছিল। তিনি উঠতে যাবার সময় ইমিগ্রেশন পুলিশ বাধা দেয়। এসময় শফিক রেহমান তার কাছে থাকা পাসপোর্ট ও আদালতের কাগজপত্র দেখিয়েও ইতিবাচক সাড়া পাননি। পরে তার মালামাল বিমান থেকে নামিয়ে ফেলা হয়। এজন্য বিমানটির যাত্রা ৩০মিনিটের মতন পিছিয়ে যায়।

আগামী ২৬ ফেব্রুয়ারি তালেয়া রেহমানের অপারেশন হবার কথা আছে বলে উল্লেখ করেন চয়ন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় আপিল বিভাগ থেকে গত ৩১ আগস্ট জামিন পাওয়ার পাঁচদিন পর কারামুক্ত হন শফিক রেহমান। জামিনের শর্ত ছিল- পাসপোর্ট জমা রাখা।

শফিক রেহমানের সহকর্মী চয়ন দাবি করেন- অতি সম্প্রতি আইনি প্রক্রিয়ায় শফিক রেহমান পাসপোর্ট হাতে পান। বিমানবন্দরে আদালতের কাগজপত্র প্রদর্শন দেখানো হয়েছিল। পুলিশ বলে দিয়েছে- এ সংক্রান্ত কোনো নির্দেশনা নাকি তারা পায়নি।

জানার জন্য বৃহস্পতিবার সকালে কয়েকবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) সিনিয়র এএসপি মুকিত হাসানের মোবাইল ফোনে কল করে সাড়া মেলেনি।

পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে গত ১৮ জানুয়ারি তালেয়া রেহমানের দেহে ক্যান্সার সনাক্ত হয়। দিনটি ছিল তাদের বিবাহ বার্ষিকীর দিন।

বিশ্বভালবাসা দিবসের দিন ১৪ ফেব্রুয়ারি শফিক রেহমান আমাদের সময় ডটকমকে বলেছিলেন, ৬৫ বছরের পরিচয়, ৬০ বছরের সংসার আমাদের। অথচ আমাদের বিবাহবার্ষিকীর দিনই রিপোর্ট হাতে আসে, ওর ক্যান্সার ধরা পড়েছে।

ফেব্রুয়ারি মাসে তার আপন ছোট ভাই রফিকুর রহমান মৃত্যুবরণ করেন।

শফিক রেহমানের পুত্র সুমিত রেহমান লন্ডনে বসবাস করেন।