English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:১০

সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীর বেশ কয়েকটি বড় পদে রদবদল ঘটেছে। ৫৫ ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম উদ্দীনকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহ হিল বাকিকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট, ১০ ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে লগ এরিয়া কমান্ডার, ডিজিএফআইয়ের ডিজি মেজর জেনারেল মো. আকবর হোসেনকে ৯ ডিভিশনের জিওসি, দারফুরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানকে ১০ ডিভিশনের জিওসি, ৯ ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানকে মিলিটারি সেক্রেটারি, ডিএসসিএসসি কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সাইফুল আবেদিনকে ডিজিএফআইয়ের ডিজি এবং ডিরেক্টর মিলিটারি অপারেশন ব্রি. জে. নাঈম আশফাক চৌধুরীকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সেনাবাহিনীর সিজিএস ও কমান্ডার লগ এরিয়ার পদ শূন্য হওয়ায় এ রদবদলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার এসংক্রান্ত আদেশ জারি হয়। আইএসপিআরও এ রদবদলের তথ্য নিশ্চিত করেছে।