English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:১১

শপথ নিলেন নতুন সিইসিসহ কমিশনাররা

নিজস্ব প্রতিবেদক
শপথ নিলেন নতুন সিইসিসহ কমিশনাররা

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) আজ শপথ গ্রহণ করেছেন।

সুপ্রিমকোর্টের জাজেজ লাউঞ্জে আজ তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিষ্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম । শপথ নেয়া অন্য চার কমিশনার হচ্ছেন- মাহবুব তালুকদার, মো.রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন। এ সময় সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, ইসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি সাবেক সচিব কে এম নুরুৃল হুদাকে প্রধান করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।