English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:৪১

‘স্পিকারকে পাটের শাড়ি দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক
‘স্পিকারকে পাটের শাড়ি দেয়া হবে’

দেশে প্রথমবারের মতো আগামী ৬ মার্চ পাট দিবস পালন করা হবে। মঙ্গলবার সংসদে পাট বিল-২০১৭ পাসের প্রক্রিয়ায় বিরোধীদলের সদস্যদের আনীত সংশোধনী প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য দেয়ার সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ তথ্য জানান।

তিনি বলেন, এ উপলক্ষে দেশে ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি আরো জানান, বিজেএমসির পক্ষ থেকে শিগগিরই কম্পোজিট মিল স্থাপন করা হবে। এ মিলে পাটের প্রক্রিয়াজাত সুতা থেকে শাড়িসহ বিভিন্ন ধরনের বস্ত্র উৎপাদন করা হবে।

তিনি এ সময় বলেন, বিজেএমসি উৎপাদনে গেলে সংসদ সদস্যদের পাটের শাড়ি উপহার দেয়া হবে। আর ৬ মার্চ পাট দিবসের আগেই সংসদের স্পিকারকে পাটের শাড়ি উপহার দেয়া হবে। এ সময় সংসদ সদস্যগণ বিশেষ করে নারী সদস্যরা টেবিল চাপড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

সূত্র : বাসস