English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:৩৬

শঙ্কামুক্ত দেওয়ানবাগের পীর

নিজস্ব প্রতিবেদক
শঙ্কামুক্ত দেওয়ানবাগের পীর

দেওয়ানবাগ শরীফের পীর মাহবুব-এ খোদা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার জামাতা এম সাইফুর রহমান আল মাহবুব। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে একথা জানান। তিনি ইউনাইটেড হাসপাতালের ডা. নাজমুল হুসেনের বরাত দিয়ে বলেন, পীর সাহেব এখন পুরোপুরি শঙ্কামুক্ত। সবকিছুতেই সাড়া দিচ্ছেন। আজকে মুখের খাবারের নল খুলে দেওয়া হয়েছে। তাকে তরল খাবার খাওয়ানো হচ্ছে। আজকে তিনি কফিও পান করেছেন। খাবার খাওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে এখনও কেবিনে স্থানান্তর করা হয়নি। স্বাভাবিক অবস্থায় শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তারপরও অক্সিজেন ব্যবহার করছেন।

এই ব্যাপারে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদ রহমান সাথে করলে তিনি জানান, পীর সাহেবের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। নিজ থেকে খাবার খেতে পারছে। এখন কিছুটা শঙ্কামুক্ত বলা চলে। তবে আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। পরিবারের সবার সাথেই কথা বলতে পাছেন।

গত শনিবার রাতে দেওয়ানবাগ শরীফের পীর মাহবুব-এ খোদা অসুস্থ হয়ে ভর্তি হন।গত ৫ ফেব্রুয়ারি থেকে জ্বর ও কফযুক্ত কাশির কারণে অচেতনতাসহ নানান সমস্যায় ভুগছিলেন। তারপর থেকেই হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন। রয়েছেন।