English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:০২

ফাল্গুনে রঙিন গোটা দেশ

সোহেল
নিজস্ব প্রতিবেদক
ফাল্গুনে রঙিন গোটা দেশ

ঢাকা:  ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে/ এত বাঁশি বাজে, এত পাখি গায়’ কবিগুরুর এ গানের প্রতিচ্ছবির মতোই আজ বাংলার প্রকৃতিতে এসেছে বসন্তের ছোঁয়া। ঋতুরাজ বসন্তকে বরণের জন্য প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে।

বিভিন্ন উৎসব কর্মসূচির মধ্যে ছিল ফুলেল শুভেচ্ছা বিনিময়, রং ছিটানো, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবে মেয়েরা পোশাকেও জড়িয়েছে বসন্তের রঙ। বাসন্তি রঙের শাড়ির সঙ্গে কেউ চুলের খোঁপায় গুজেছেন হলুদ লাল গোলাপ এবং গাঁদা ফুল। কারো কপালে টিপের সঙ্গে মাথায় ছিল বিভিন্ন রকমের ফুলে জড়ানো টায়রা।

ছেলেদের পাঞ্জাবি বা ফতুয়াতেও ছিল বসন্তের সঙ্গে সাদৃশ্যপূর্ণ রঙের পোশাক। বিভিন্ন বয়সী মানুষ অংশ নিচ্ছে বসন্তবরণ অনুষ্ঠানে। এ ছাড়া বসন্ত বরণ উপলক্ষে রাজধানীর পাড়া মহল্লায় বসেছে ফুলের দোকান।  তাছাড়া শাহবাগের ফুলের দোকান গুলোতে সকাল থেকে দেখা গেছে তরুণ-তরুণীদের   উপচেপড়া ভিড়। ক্রিতার চাহিদা থাকা ফুলের দামও রাখা হচ্ছে অন্য সময়ের চাইতে বেশ চড়া। তারপর প্রিয় মানুষকে একটি ফুল উপহার দিয়ে দিনটিকে স্মরণী করে রাখতে চাইছেন সবাই।

বসন্তকে বরণ করতে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বসেছে গানের উৎসব। দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠির সদস্যরা গানে আর বাজনার তালে বরণ করে নেন ঋতুরাজ বসন্তকে।