English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৪৭

নগরকান্দায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক
নগরকান্দায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১৩

ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও সিলিন্ডাবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ২০ জনের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ও মকসুদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার রাত পৌনে ১১টায় নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা ও পুলিশ জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি ৩৯ জন যাত্রী নিয়ে ঢাকা উদ্দেশ্যে আর কাভার্ড ভ্যানটি সিলিন্ডার নিয়ে খুলনা যাচ্ছিল। গজারিয়া নামকস্থানে এলে কাভার্ড ভ্যানটি যাত্রীবাহীবাসকে ধাক্কা দিলে বাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে বাসের চালক ও কাভার্ড ভ্যানের চালক সহ ১৩জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। এই ঘটনায় আহত ২০জনকে গোপালগঞ্জের মকসুদপুর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। 

নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, হানিফ পরিবহনের বাসটি গ্যাসচালিত ছিল। সংঘর্ষে আগুন ধরে গেলে দুই চালকসহ ১৩জন পুড়ে মারা গেছে। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।