English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:২৬

‘অনেক নেতা দশটার আগে ঘুম থেকে উঠে না’

নিজস্ব প্রতিবেদক
‘অনেক নেতা দশটার আগে ঘুম থেকে উঠে না’

ঢাকা : প্রধানমন্ত্রীর কাজের তুলনায় আমি মাত্র ২ পার্সেন্ট কাজ করি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ঢাকা-ফেনী রুটে নতুন বাস এনা পরিবহনের বাস সার্ভিস চালুর উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দিন অনেক কাজ করেন। তিনি সারা দেশ সামাল দিতে পারলে, দেশের উন্নয়ন করতে এত কিছু সামাল দিতে পারলে আমরা কেন পারবো না? শেখ হাসিনার তুলনায় আমি মাত্র ‘টু পর্সেন্ট’।

আওয়ামী লীগের অনেক নেতারা সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে থাকে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব আল্লার রহমতে সামাল দিচ্ছি। আসলে চাইলেই পারা যায়। আমি কারো নাম বলবো না, বাংলাদেশের অনেক নেতাই সকাল দশটার আগে ঘুম থেকে উঠে না। একজনের দৈনিক ৭ ঘন্টার বেশি ঘুমানোর প্রয়োজন নাই।’

এ সময় বক্তব্য রাখেন ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, এনা পরিবহণের মেনেজিং ডিরেক্টর খন্দকার এনায়েত উল্যাহ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।