English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩০

গাইবান্ধার এসপিকে প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার এসপিকে প্রত্যাহারের নির্দেশ

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনায় গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনায় উপজেলার দোষী পুলিশদের প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে  স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, আইজিপি সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। অন্যদিকে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন।

এর আগে গত ৩১ জানুয়ারি সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ঘটনায় স্থানীয় কিছু ব্যক্তি তখনকার দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে দায়ী করে মামলা করে।

গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীর চিনিকল কর্তৃপক্ষ জমি দখলে নিতে গেলে পুলিশ ও স্থানীয়দের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই ঘটনায় গোলাগুলিতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় বিভিন্ন সময়ে আইন ও সালিশ কেন্দ্র এবং সাঁওতালরা হাইকোর্টে তিনটি পৃথক রিট আবেদন করে।