English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩৯

ইসির চূড়ান্ত তালিকা নিয়ে বঙ্গভবনে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক
ইসির চূড়ান্ত তালিকা নিয়ে বঙ্গভবনে সার্চ কমিটি

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের থেকে পাওয়া নামের পর যাচাই বাছাইকৃত ১০টি নাম নিয়ে বঙ্গভবনে গেছেন সার্চ কমিটি সদস্যরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে যান। এর আগে বিকেলে বেশ কয়েক ঘন্টার রুদ্ধদার বৈঠক করেন কমিটির সদস্যরা।

সোমবার সন্ধ্যায় অনুসন্ধান কমিটির সর্বশেষ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এই সার্চ কমিটির সুপারিশ চূড়ান্ত করেছে। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশা করা হচ্ছে।

চূড়ান্ত হওয়া ১০ জনের নাম কেন প্রকাশ করা হচ্ছে না—এর জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ বলেন, এ ব্যাপারে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন।

আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও অন্য তিন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। কমিশনার শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।