English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:০২

সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন সার্চ কমিটি সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন সার্চ কমিটি সদস্যরা

নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি ১০ জনের নাম চূড়ান্ত করতে সোমবার শেষ বৈঠকে বসছে। এই বৈঠকে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার জন্য ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করবে। এরপরই সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে তারা সাক্ষাৎ করবেন। ওই দিনই ছয় সদস্যের সার্চ কমিটির পক্ষ থেকে তাদের সুপারিশ করা লোকজনের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময়ের সারসংক্ষেপ রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন। এই ১০ জনের তালিকা থেকে সিইসিসহ অনধিক পাঁচজনের ইসি নিয়োগ করবেন রাষ্ট্রপতি।