English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:২৫

সুনামগঞ্জ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জে নেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণের মধ্যেই তার মরদেহ জেলা শহীদ মিনারে নেওয়া হয়েছে। মরহেদ সুনামগঞ্জে আনার খবর পেয়ে প্রিয় নেতাকে একনজর দেখতে আর শ্রদ্ধা জানাতে সেখানে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষের ঢল নেমেছে।

এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়।

সোমবার সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সিলেটের উদ্দেশে মরদেহ নিয়ে আসা হয়। সকাল ১০টা ৩১ মিনিটে মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ১০টা ৫৯ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।

মরদেহ আনার পর সকাল থেকে শহীদ মিনারে অপেক্ষারত নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে শহীদ মিনারে কালোকাপড়ে মোড়া অস্থায়ী বেদীতে রাখা শবদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সর্বস্তরের মানুষ।

রোববার ভোর ৪টা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত শনিবার রাত ৮টার দিকে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তার আগে শুক্রবার তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়।