English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৫২

সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরু গ্রেপ্তার

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত‌্যা মামলায় স্থানীয় পৌর মেয়র হালিমুল হক মিরু ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

আজ রবিবার রাতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হালিমুল হককে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান হালিমুল হকের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মূলত সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে, ঢাকার গোয়েন্দা পুলিশ সহায়তা করে। আসামিকে সিরাজগঞ্জ নেওয়া হচ্ছে।

শাহজাদপুর পৌরসভার মেয়র মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সাংবাদিক খুনের অভিযোগ আসার পর রোববারই তাকে বহিষ্কারের সুপারিশ করে ক্ষমতাসীন দলটির উপজেলা কমিটি।

শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় এক পক্ষ মেয়র মিরুর বাড়ি ঘেরাও করলে তিনি গুলি চালান বলে পুলিশ জানায়।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সমকালের প্রতিনিধি শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মেয়র মিরু নিজে গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, প্রতিপক্ষের গুলির জবাবে তিনি এক রাউন্ড ফাঁকা গুলি করেছিলেন।