English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৩৫

গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ ২২ মার্চ

নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ ২২ মার্চ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধা-১ জাতীয় সংসদের সুন্দরগঞ্জ শূন্য আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রোববার তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি রবিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ মার্চ। ভোটগ্রহণ ২২ মার্চ।   গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে জাতীয় সংসদের আসনটি শূন্য হয়।