English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৩৭

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। 

রোববার (৫ ফেব্রুয়ারি)  বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা নিবেদন করেন। 

এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর সাবেক ও বর্তমান সংসদরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সংসদে 'অবিচুয়ারি রেফারেন্স' হবে।