English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:২৮

ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
ঢাকেশ্বরী মন্দিরে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ

প্রবীণ রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়েছে।

 রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়। সেখানে বিভিন্ন ধর্মের মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন।দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। 

বৃহস্পতিবার অসুস্থবোধ করায় শুক্রবার সকালে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসের সংক্রমণ হয়েছে বলে শনাক্ত হয়। 

শনিবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। রোববার ভোর ৪টা ১০মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

তিনি জাতীয় সংসদের সাতবার এমপি নির্বাচিত হয়েছেন।