English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:১৪

লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত

নিজস্ব প্রতিবেদক
লাইফ সাপোর্টে সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাসপাতালটির সহকারী ব‌্যবস্থাপক সাইফুল ইসলাম লেলিন শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা পোস্টকে জানিয়েছেন, তার (সুরঞ্জিত) অবস্থা সংকটাপন্ন, লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

উন্নত চিকিৎসার জন‌্য পরিবারের সদস‌্যরা সুরঞ্জিতকে সিঙ্গাপুর নিতে চাইছেন কিন্তু তার অবস্থা এতোটাই ক্রিটিকাল যে তাকে এই মুহূর্তে সিঙ্গাপুর নেয়া যাচ্ছে না। তবে সকালে আমরা আবারও বোর্ড মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিব। তিনি আরো বলেন, এয়ার অ‌্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। 

এদিকে রাত পৌনে ১টার দিকে সুরঞ্জিতের একান্ত সহকারী কামরুল হক বলেন, ‘স্যারের অবস্থা ভালো নয়। তবে এখনও হৃদস্পদন আছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।’

বৃহস্পতিবার অসুস্থবোধ করছিলেন। শুক্রবার সকালে তাঁকে ল্যাব এইডে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। 

আজ শনিবার সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হয়। রাত নয়টার দিকে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন।   সুরঞ্জিত সেনগুপ্তের অসুস্থতার খবর শুনে দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা শনিবার রাতে হাসপাতালের বাইরে ভিড় করেন।সুরঞ্জিত সেন গুপ্ত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।