English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:০৮

‘শুধু পুলিশ নয়, এখন রাজনীতিকরাও ঘুষ খায়’

নিজস্ব প্রতিবেদক
‘শুধু পুলিশ নয়, এখন রাজনীতিকরাও ঘুষ খায়’

 

নোয়াখালী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন শুধু পুলিশই ঘুষ খায় না, রাজনৈতিক নেতারাও ঘুষ খায়’। গুটি কয়েক অসৎ পুলিশ সদস্যের ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের দায়ভার পুরো বাহিনী নিতে পারে না। 

তিনি আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর চৌমুহনীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় মন্ত্রী বলেন, ‘শুধু পুলিশ ঘুষ খায় তা নয়, রাজনীতিকরাও ঘুষ খায়। টাকার বিনিময়ে চাকরির জন্য সুপারিশ, তদবির সবই করে রাজনীতিকরা। নির্বাচন এলে রাজনীতির অঙ্গন টাকায় বেচা-কেনা হয়। রাজনীতিকদেরও সৎ হতে হবে।’

সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করার কারণে দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন উল্লেখ করে দলীয় সংসদ সদস্যসহ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখবেন সততাই শক্তি, সততাই মুক্তি। ত্যাগীদের মূল্যায়ন হবেই।’

মাদক ও জঙ্গিবাদকে ‘অভিন্ন দুই শত্রু’ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘জঙ্গিবাদ ও মাদকের ভয়াবহতা আজ জাতীয় সমৃদ্ধিতে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়ে। তারুণ্যকে ধ্বংস করছে মাদক, তারুণ্যকে বিপথগামী করছে জঙ্গিবাদ। আজ ইয়াবা নতুন প্রজন্মের ভবিষ্যতকে ধ্বংস করে দিচ্ছে। এভাবে তারুণ্য ধ্বংস হতে থাকলে দেশের উন্নয়নে একটি বড় শূন্যতা তৈরি হবে। দেশের সামগ্রিক সমৃদ্ধি বজায় রাখতে জঙ্গিবাদ ও মাদককে রুখতে হবে।’ এ জন্য জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে সতঃস্ফুর্ত ও আন্তরিকতার সাথে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

সমাবেশে প্রধান আলোচক ছিলেন, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যা, সংসদ সদস্য মোর্শেদ আলম, মামুনুর রশিদ কিরণ, এইচএম ইব্রাহিম, আয়েশা ফেরদাউস, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শাহ্জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেলের) মো. মাসুম প্রমুখ।