English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:১৬

আধা ঘণ্টা পেছালেন প্র্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আধা ঘণ্টা পেছালেন প্র্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা : চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠান সময় সূচি আধা ঘণ্টা পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ই-নাইন ফোরামের মন্ত্রিপর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে। এই সভাটি সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, এদিন এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য গণভবন থেকে বের হবেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, এসএসসি পরীক্ষার অন্য দিনগুলোতেও প্রধানমন্ত্রী তার অনুষ্ঠানসূচি পুনঃনির্ধারণের জন্য ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।